মনে রেখ আমায়
- অর্বাচীন পথিক
মনে রেখ আমায়
প্রতিটি স্পর্শ, প্রতিটি কথাই কারন
আমি ভুলিনি তোমায় ।
প্রতিটি কথাই,প্রতিটি কাজে, প্রতিটি নিংশ্বাসে তুমি আছে
আর থাকবে আজীবন ।
হয়তো আর কখনও কোন কিছু লেখা হবে না তোমায়,
নির্মম সত্যের কারনে ।
শুধু একটায় জানতে চাওয়া…………?????
কোন এমন করলে আমার সাথে ?
সহস্র স্বপ্নের বলি দিলে নিজের হাত,
আর সেই সাথে আমাকে ও…!!!
কি দোষ ছিল আমার ?
আমায় কেন এইভাবে শাস্তি দিলে ?
আমার মুখ দেখানের আর কোন জায়গা রাখলে না তুমি
না পরিবারে,না বন্ধু মহলে না সমাজে ।
আমার সামনে এসে কখনো দাঁড়াতে পারবে…?
সেই চোখে চোখ রেখে
যে চোখটা আমাকে সব সময় পাগল করতো
কোন এমন করলে তুমি, কোন এমন করলে……???
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।